মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার রাতে সদর উপজেলার মধ্য খালপাধোয়া মাদ্রাসা মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো সাটুরিয়া উপজেলার দক্ষিণ আয়নাপুর গ্রামের আব্দুস সালামের পিতা আব্দুল্লাহ আল মামুন অনিক ও একই উপজেলার তজবিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের ছেলে সোহেল রানা।
অভিযানের সময় অনিকের কাছ থেকে ২০ পিস এবং সোহেলের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মাদক মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার প্রতিটি থানায় নিয়মিত অভিযান চলবে।