মানিকগঞ্জের শিবালয়ে খেজুরের রস ছাড়াই চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুর গুড় তৈরির দায়ে মশগুল গুড় ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।
বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর ) সকালে উপজেলার ধানধারা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল জানান, বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত হরিরামপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। পরে শিবালয় উপজেলার ধানধারা গ্রামে রাজশাহী থেকে সংগ্রহ করা বাসি ঝোলা রসের সাথে চিনি ও চুন মিশিয়ে গুড় প্রস্ততকালে মশগুল গুড় ভান্ডারের সত্ত্বাধীকারী মশগুল হোসেনকে হাতেনাতে ধরা হয়। সেই সাথে ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়।
ভেজাল গুড় তৈরির দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে কয়েকটি গুড় ব্যবসায়ীকে সতর্ক করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে হরিরামপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করেছে।
সবখবর/ নিউজ ডেস্ক