মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে বালুভর্তি ট্রাক চাপায় মোঃ রউশন জাহান সেন্টু(৫১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মানরা এলাকায় এই সড়ক দূর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী থানার পাহাড়পুর চাপড়া গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ওসি মাসুদ খান জানান, আজ সকালে সদর উপজেলার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতের নিহতের মরদেহটি উদ্ধার করে গোলড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খরব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসায়ীক কাজে তিনি ঢাকায় যাচ্ছিলেন। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনার পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু দুর্ঘটনার পর ঘাতক ট্রাক চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সবখবর/ নিউজ ডেস্ক