অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরিতে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম এলাকায় অবৈধ ও অস্বাস্থ্যকরপরিবেশে ছানা তৈরি ও ঘি উৎপাদনে নিয়ম লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১২ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।

অভিযানে ছানা তৈরিতে অস্বাস্থ্যকর উপকরণ ব্যবহার করায় জীবন দাসকে ১০ হাজার টাকা, বোতলজাত ঘিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য না থাকায় অসীম ঘোষ ও প্রাণ গোপাল ডেইরি ফুডকে যথাক্রমে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, “নির্দিষ্ট বিধিমালা না মানায় তিন প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।”

এ সময় তাকে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্য, মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top