ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ সাতজন গ্রেপ্তার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ উলাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি রানা আহমেদসহ সাত ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শিবালয় উপজেলার ভাকলা গ্রামের মো. আলমগীর হোসেন (৩৫), দক্ষিণ উলাইল গ্রামের মো. নাঈম (২৬), আমডালা গ্রামের সুধাংশ সরকার (৩০), কাতরাসিন গ্রামের মো. রাজীব মিয়া (২৮), রুপসা গ্রামের রানা আহাম্মেদ (২৯), হরিরামপুর উপজেলার মো. শামীম দেওয়ান (২৭) এবং জুনিকালসা গ্রামের মো. রাজা মোল্লা (৪৫)।

ডিবি জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) শিবালয়ের ভাওয়ালকান্দি এলাকার টেপড়া থেকে উলাইলগামী সড়কে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মাদক বহনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন
Scroll to Top