৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মানিকগঞ্জ জেলার স্বাস্থ্য সহকারীরা।

আজ (মঙ্গলবার) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন তারা।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক স্বাস্থ্য সহকারী এতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো জনসমক্ষে তুলে ধরেন।

কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাঈমুল বাদল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, স্বাস্থ্য সহকারী বিল্লাল হোসেন, জাহিদ হাসান, জুয়েল রানা, মাহবুবুর রহমান মানিক, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক, ফজলুল রহমান, সবুজ মিয়া, হাসিনা আক্তার, মো: মাসুদ, নজরুল ইসলাম, মো: ইব্রাহিম, রোখসানা আক্তার, লাভলী আক্তার, ফজর আলী, ফরিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি আবুল ওয়ারেশ পাশা পলাশ বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মূল দায়িত্ব পালনের পরও তারা বছরের পর বছর ধরে বঞ্চিত রয়েছেন ন্যায্য বেতন, পদমর্যাদা ও চাকরির স্থায়িত্ব থেকে। তাদের মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় টিকাদান কর্মসূচি, জনসচেতনতামূলক কর্মকাণ্ড এবং রোগ প্রতিরোধে স্বাস্থ্য সহকারীদের অবদান অপরিসীম, অথচ এসব কাজের যথাযথ স্বীকৃতি এখনও মিলছে না।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। কিন্তু কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা রাজপথে নেমেছি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।”

তারা আরও জানান, প্রয়োজনে আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে “স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি মানতে হবে”, “পেশাগত মর্যাদা চাই” ইত্যাদি স্লোগান দেন। অবস্থান কর্মসূচির পুরোটা সময় তারা শৃঙ্খলাবদ্ধভাবে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন।

স্বাস্থ্য সহকারীদের এই আন্দোলনের ফলে জেলার স্বাস্থ্যসেবায় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top