জীবনের নিরাপত্তা চেয়ে হাসনা হেনার জিডি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য হাসনা হেনা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আজ সোমবার দুপুরে তিনি মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

সম্প্রতি কিছু ব্যক্তি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার, গালিগালাজ এবং হত্যার হুমকি প্রদান করেছে বলে তিনি জিডিতে উল্লেখ করেছন।

হাসনা হেনা জানান, আজ সকাল ৯টার দিকে সদর উপজেলার বারাহিরচর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় তার এক বন্ধুর মাধ্যমে তিনি জানতে পারেন যে, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং তাকে গালিগালাজ করা হচ্ছে। ওই গ্রুপটিতে তাকে মেরে ফেলার পরিকল্পনাও করছে। তাই তিনি তার জীবন ও সম্মান রক্ষার্থে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরো বলেন, “এই ধরনের হুমকি ও অপপ্রচার আমার এবং আমার পরিবারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে মোট ৭ জনের, যাদের মধ্যে মোঃ রবিন, মোঃ সুরুজ মোল্যা, হৃদয় হোসেন, মিলন, শাকিল, আসিফ মোল্যা এবং মান্নান অন্তর্ভুক্ত।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, হাসনা হেনার জিডি আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top