মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পাশে গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রদীপ বসু। এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রী না থাকা সত্ত্বেও তিনি নিজেকে ‘ডাক্তার’ পরিচয়ে রোগী দেখছেন, ব্যবস্থাপত্র দিচ্ছেন এবং ফি নিচ্ছিলেন।
৩০ এপ্রিল বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল হক গ্রীন লাইফ হাসপাতালে অভিযান চালান। অভিযানে প্রদীপ বসু নিজেকে নানা বিদেশি ডিগ্রিধারী ডাক্তার হিসেবে পরিচয় দেন, যদিও তার কাছে স্বীকৃত কোনো এমবিবিএস বা বিডিএস ডিগ্রী নেই। ম্যাজিস্ট্রেটের কাছে প্রদীপ তার ডিএমএফ ডিগ্রী থাকার দাবি করেন এবং বিএমডিসির ‘ডি ক্যাটাগরী’ রেজিস্ট্রেশন দেখিয়ে রোগী দেখার অনুমতি দাবি করেন। তবে, ম্যাজিস্ট্রেট তাকে জানিয়ে দেন, এটি গুরুতর অপরাধ এবং বিএমডিসি আইন অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, প্রদীপ বসুকে সতর্ক করে দেয়া হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড চালানোর জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। অভিযানের সময় প্রদীপ ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং নিজেকে ‘হেনস্থা’ বলেও দাবি করেন।
এদিকে, স্থানীয়রা জানান, প্রদীপ বসুর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও উঠেছিল, তবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে সে সময় কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি।