মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং গড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসিব উদ্দিন আহমেদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে সদর থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ জানান, বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত থাকায় নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।