ছাত্রলীগ নেতা কম্পন কারাগারে

জেলা ছাত্রলীগ নেতা কম্পন কারাগারে

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের অভিযোগে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পন (২৮) কে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে মামলার পর্যালোচনা শেষে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মানিকগঞ্জ সদর থানা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আবুল খায়ের এবং সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আমানুল্লাহ জানান, “সামিউর রহমান কম্পনকে ৬ নভেম্বর রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেপ্তারের সময় পুলিশের সাথে তার মারপিট হয় এবং তিনি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে তোলা হয়।”

আরো পড়ুন: না ফেরার দেশে পাপিয়া সারোয়ার

এ বিষয়ে তিনি আরও বলেন, “জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং নাশকতার অভিযোগে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এর পরই কম্পনকে গ্রেফতার করা হয়।”

মামলাটিতে ৯১ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও নাম রয়েছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top