নতুন প্রেমে সারা আলী খান

নতুন প্রেমে সারা আলী খান

নতুন প্রেমে সারা আলী খান, এটি এখন বলিউডের গুঞ্জন! সারা আলী খান ও কার্তিক আরিয়ানের ‘অধ্যায়’ কয়েক বছর আগে শেষ হলেও, সারা এরপর প্রেমের কোনো নতুন গুঞ্জনে আলোচিত হননি। তবে সম্প্রতি খবর উঠেছে, অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে নাকি সারা চুপিচুপি মন দেওয়া–নেওয়া করেছেন।

আর এই জল্পনার আগুনে যেন আরও জোরালো হয়ে উঠেছে যখন দুজনে একই সময়ে রাজস্থান থেকে ছুটি কাটানোর ছবি শেয়ার করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ছবিগুলোর মাধ্যমে নেটপাড়া ধরে নিয়েছে, কি তাঁরা রোমান্টিক সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছেন?

আরো পড়ুন: ধার্মিক জীবনসঙ্গী খুঁজছেন প্রিয়াঙ্কা

রাজস্থানের একটি বিলাসবহুল হোটেল থেকে আলাদা আলাদা ছবি পোস্ট করেছেন সারা ও অর্জুন। যদিও তারা একসঙ্গে ছবি তোলেননি, কিন্তু ছবি থেকে এটা স্পষ্ট যে, দুজনেই একই জায়গা থেকে তোলা ছবি শেয়ার করেছেন। সারা আলী খান সম্প্রতি রাজস্থানের বিভিন্ন ছবির সঙ্গে তাঁর ছুটির সময় কাটানোর মুহূর্তগুলো শেয়ার করেছেন।

কখনো সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য, কখনো হোটেলের স্টাফদের সঙ্গে, আবার কখনো ডেজার্ট সাফারির ছবিও পোস্ট করেছেন। অন্যদিকে, অর্জুন প্রতাপ বাজওয়া একটি হোটেলের জিম থেকে ছবি শেয়ার করেছেন। অনুরাগীরা দ্রুত ধরতে পেরেছেন যে, এই দুটি ছবিই এক জায়গা থেকেই তোলা হয়েছে।

এছাড়া, গত অক্টোবরে সারা ও অর্জুন একসঙ্গে কেদারনাথ সফরে গিয়েছিলেন। সেখানেও আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন, কিন্তু তখনও তাঁদের সম্পর্ক নিয়ে কিছু স্পষ্ট জানাননি। অর্জুন, যিনি একজন মডেল ও এমএমএ ফাইটার, একাধিক বলিউড সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হল অক্ষয় কুমারের ‘সিং ইস ব্লিং’।

নতুন প্রেমে সারা আলী খান: এখন সবার মনে প্রশ্ন, সারা আর অর্জুনের এই সম্পর্কের ভবিষ্যৎ কী?

বিনোদন ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top