দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ২০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা রেহানা আকতার।
জেলা রিটার্নিং কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন চার জন প্রার্থী। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মোনায়েম খানকে দলীয় প্রতীক নোঙর, গণফ্রন্টের মোহাম্মদ শাহজাহান খানকে মাছ, জাতীয় পার্টির জহিরুল আলম রুবেলকে দলীয় প্রতীক লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদকে ঈগল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর ও সদরের ৩টি ইউনিয়ন) আসনে ১০ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুলকে মোড়া, দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুকে ট্রাক, মুশফিকুর রহমান খানকে কেটলি, সাহাবুদ্দিন আহমেদ চঞ্চলকে ঈগল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী এ কে এম ইকবাল হোসেনকে দলীয় প্রতীক নোঙর, বাংলাদেশ সুপ্রীম পার্টির এ কে নাহিদকে দলীয় প্রতীক একতারা, কৃষক শ্রমিক জনতা লীগের তানভীর হাসানকে দলীয় প্রতীক গামছা, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফেরদৌস আহম্দে আসিফকে ফুলের মালা ও বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেনকে ডাব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া, মানিকগঞ্জ পৌর ও সদরের ৭ ইউনিয়ন) আসনে ছয়জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে দলীয় প্রতীক নৌকা, গণফোরামের মফিজুল ইসলাম খান কামালকে দলীয় প্রতীক উদীয়মান সূর্য, জাতীয় পার্টির জহিরুল আলম রুবেল দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এ খালেক দেওয়ানকে দলীয় প্রতীক নোঙর, কৃষক শ্রমিক জনতা লীগের এম হাবিব উল্লাহকে দলীয় প্রতীক গামছা ও তৃণমূল বিএনপির মোয়াজ্জেম হোসেন খান মজলিশকে সোনালী আঁশ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রার্থীরা প্রতীক বরাদ্ধের পর থেকেই নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা করার নির্দেশনা দেন রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তার।
সবখবর/ নিউজ ডেস্ক