৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ বিদায়

৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ বিদায়

রাজীব হাসান: ধামরাই পৌরশহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টিউটোরিয়াল হোম-এ ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, নাচ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষক সিরাজুল হক দুলালের সঞ্চালনায় এবং সহকারী শিক্ষক আব্দুস সালাম এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা খোদেজা রহমান।

এ সময় বিদ্যালয়ের পরিচালক ও প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল হক দুলাল বলেন, “১৯৮৪ সালে মরহুম হামিদুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম এখন পর্যন্ত ধরে রেখেছেন আমাদের অধ্যক্ষ, প্রতিষ্ঠাতার সহধর্মিণী ও ধামরাই গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা খোদেজা রহমান। তাঁর সঠিক দিকনির্দেশনায় আজও স্কুলটি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, আজ আমি এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি।”

অনুষ্ঠান শেষে, বিদ্যালয়ের সকল শিক্ষক মিলে ৫ম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী সম্বর্ধনা জানান এবং তাদের জন্য দোয়া ও খাওয়া-দাওয়ার আয়োজন করেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top