৪৪ কেজির বাঘাইর, বিক্রি ৪৮ হাজারে

পদ্মার ৪৪ কেজির বাঘাইর, বিক্রি হলো ৪৮ হাজারে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে একটি বিশাল বাঘাইর মাছ, যার ওজন ৪৪ কেজি। মাছটি শিবালয় উপজেলার আরিচা আড়তে ১১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে, মোট দাম দাঁড়িয়েছে ৪৮ হাজার টাকা।

রোববার রাতের দিকে হরিরামপুর উপজেলার হরিনাঘাট থেকে আজিমনগরের মাঝামাঝি এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরদিন সোমবার সকালে স্থানীয় জেলে আব্দুল মমিন মাছটি বিক্রির জন্য আরিচা আড়তে নিয়ে আসেন।

আরো পড়ুন: নাগরিক সেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য

আব্দুল মমিন জানান, তিনি ও তার তিন সহকর্মী—আদর আলী, সাজল, এবং আমির হামজা—পদ্মা নদীতে জাল ফেলেছিলেন। ভোর সাড়ে তিনটার দিকে হরিরামপুরের হরিনাঘাট থেকে আজিমনগরের কাছে মাছটি তাদের জালে আটকা পড়ে। পরে সেটি তিনি ১১০০ টাকা দরে আরিচা আড়তে বিক্রি করেন।

আরো পড়ুন: আড়াই কোটির সেতুতে উঠতে লাগে মই

জেলে আদর আলী বলেন, “বড় মাছ ধরা আনন্দের, আর যদি ভালো দাম পাওয়া যায়, তবে সেই আনন্দ দ্বিগুণ হয়ে যায়।” আরিচা আড়তের আড়তদার মামুন মিয়া জানান, সোমবার সকালে পদ্মা থেকে ধরা এই বড় বাঘাইর মাছটি মমিন নামের এক জেলে তার আড়তে ১১০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করেন। মাছটি পরে ঢাকার এক পাইকার কিনে নিয়ে যান।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, “পদ্মা নদীতে এখন আগের মতো পানি নেই এবং মানুষের কর্মকাণ্ডের কারণে মাছের প্রাকৃতিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে, মাঝে মাঝে এমন বড় মাছ ধরা পড়া অত্যন্ত সুখবর।”

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top