রাজীব হাসান, ধামরাই
‘বন্ধু, কী খবর বল?’—দীর্ঘ বছর পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা হলে কেমন করে কথোপকথন শুরু হয়, তা একদম এমনই! একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা, পারিবারিক এবং কর্মজীবনের গল্পে মেতে উঠেছিল ধামরাই উপজেলার পৌরশহরের ঐতিহ্যবাহী টিউটোরিয়াল হোম ও বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ছিল একটি প্রাণবন্ত মিলন মেলা, যেখানে সবার মুখে হাসি আর স্মৃতি ছিল।
আজ, শুক্রবার (০৩ জানুয়ারি), সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের ৪০ বছর পূর্তিতে। “এসো মিলি প্রাণের স্পন্দনে” স্লোগান নিয়ে এই আয়োজনকে আরও স্মরণীয় করে তোলে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে এবং জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম হামিদুর রহমানে সহধর্মিনী অধ্যক্ষ খোদেজা রহমান, তার সুযোগ্য সন্তান এবং স্কুলের উপদেষ্টা মাহফুজুর রহমান সাহেদ, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, এবং স্কুলটির পরিচালক প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল হক।
প্রথম পর্বে, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে, প্রাক্তন ছাত্রদের মিলন মেলার জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয় এবং রেজিস্ট্রেশন করা হয়।
প্রস্তুতির পর, অতিথি ও শিক্ষকবৃন্দকে ফুলের তোড়া এবং মাল্যদান করে সম্মান জানানো হয়। ধামরাইয়ের অন্যতম শ্রদ্ধেয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটি পরিচিত, এবং এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে জমকালো আয়োজন করা হয়।
দ্বিতীয় পর্বে, প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা জীবনের স্মৃতিচারণা করেন এবং অনুভূতি প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক সিরাজুল হক দুলাল এর পরিচালনায়, অধ্যক্ষ খোদেজা রহমানের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন। এছাড়াও, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেয়ার বাংলাদেশ ধামরাইয়ের সাবেক পরিচালক ইকবাল মিয়া, বাংলা একাডেমি ধামরাইয়ের সাবেক পরিচালক সিরাজ উদ্দিন এবং হোমের পরিচালনা পরিষদের সদস্যরা।
এছাড়া, মাহফুজুর রহমান, সিরাজুল হক দুলাল, জিয়াউর রহমান, এসকে জামান, মিজানুর রহমান, আনিছুর রহমান ও রতন চন্দ্র রায় প্রমুখ গুণী ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা থেকে আগত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্ররা মেতে উঠেছিলেন প্রাণের উৎসবে।