সাম্প্রতিক সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ও রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জ জেলা হাসপাতালের ১৬ বেডের ডেঙ্গু কর্ণারটি এখন ৩৬ বেডের ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে।
গতকাল বুধবার মেডিসিন বিভাগের অধীনে নতুন ভবনের ৭ম তলায় এই ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ কাজী একেএম রাসেল জানান, বিশেষজ্ঞ চিকিৎসক স্বল্পতা এবং ৪র্থ শ্রেণির জনবল সঙ্কট সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনা করে এই ৩৬ বেডের ডেঙ্গু ওয়ার্ড সচল রাখবে। যাকিনা এই অঞ্চলের ডেঙ্গু চিকিৎসায় বিশেষ ভুমিকা পালন করবে।
তিনি আরো জানান, বর্তমানে অত্র হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১জন।প্রতিদিন ই ২ থেকে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। অক্টোবর মাসের ২৬ দিনে ৭৪ জন রোগী চিকিৎসা পেয়েছে। এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রোগীদের অধিকাংশ ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে।
সবখবর/ নিউজ ডেস্ক