মানিকগঞ্জের সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৫৬ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ফারুক হোসেন (৪১), মো. জহিরুল ইসলাম (২২), মো. তারিকুল ইসলাম (৩০), মো. ইকবাল হোসেন (৪০), ও মো. রাজিব মিয়া (২৭)।
মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ‘গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। এর আগেও তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিলো। আদালত থেকে জামিনে বের হয়ে পুনরায় এই কারবারের সাথে যুক্ত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সদর উপজেলার চর বারইল গ্রামে উপ-পরিদর্শক রিপন নাগ ও চর গড়পাড়া গ্রামে উপ-পরিদর্শক ফরহাদুজ্জামান ভূইয়া অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন।’
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৭২ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এঘটনায় মানিকগঞ্জ সদর থানায় দুইটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সবখবর/ নিউজ ডেস্ক