মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া এলাকায় চাঁদা না দেওয়ার জেরে মোস্তফা বেপারী (৬৫) নামের এক বৃদ্ধকে মারধরের অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, আজ ভোরে উপজেলার বলড়া এলাকা থেকে আনুকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বলড়া তিন রাস্তার মোড়ে মোস্তফা বেপারীর দুটি দোকান রয়েছে, যা ভাড়া দেওয়া হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা প্রথমে মোস্তাফার দোকানে তালা দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দোকানের তালা খুলে দেন। এরপর গত সোমবার সকালে আনু, তার ভাই নজরুল ইসলাম ও ভাতিজা নয়ন ইসলাম মিলে মোস্তফা বেপারী ও তার স্ত্রী সাহানা বেগমকে মারধর করেন। এতে মোস্তাফার তিনটি দাঁত ভেঙে যায়। হামলাকারীরা মোস্তাফা বেপারীর স্ত্রী সাহানার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও সাথে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়। পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এবং পরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় মোস্তাফার ছেলে মোঃ ইসরাফিল তিনজনের নামে এবং অজ্ঞাত ৩-৪ জনকে আসামী করে হরিরামপুর থানায় মামলা করেন। আনুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সবখবর/ নিউজ ডেস্ক