স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অংশীজনের এক আলোচনাসভা মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মিলনায়তনে এই সভার আয়োজন করে।
আরো পড়ুন: নিখোঁজের তিনদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
সভায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মাহমুদুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও হেলথওয়াচের ওয়ার্কিং সদস্য ডা. আবু জামিল ফয়সাল, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ডা.পঙ্কজ মজুমদার, সহ সভাপতি দীপক কুমার ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার কাজী একে এম রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন।
সভায় স্বাস্থ্য কর্মকর্তা, নার্স, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সবখবর/ নিউজ ডেস্ক