সুবিধাবঞ্চিত শিশুরা পেল শিক্ষা উপকরণ

প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি করে ভালো কাজ’-এর অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুশিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার ছুটি-ভাটবাউর গ্রামে এগুলো বিতরণ করেন প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সদস্যরা।

ছুটি-ভাটবাউর জামে মসজিদ সংলগ্ন মাঠে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জ বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৌরভ মাহমুদ সোহাগের সঞ্চালনায় শিশুদের উদ্দেশে উদ্দীপনামূলক বক্তব্য দেন গড়পাড়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল খালেক। এ ছাড়া প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. চাঁন মিয়া ও সহসভাপতি আবদুস সালাম বক্তব্য দেন।

চাঁন মিয়া বলেন, বন্ধুসভা সব সময় মানুষের ও দেশের কল্যাণে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এ বছরও সব বন্ধুসভা একটি করে ভালো কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।

শিক্ষক আবদুল খালেক বলেন, প্রথম আলোর সাহসী ও সময়োপযোগী প্রতিবেদনের মাধ্যমে সমাজের নানা অনিয়মের চিত্র ওঠে আসে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা ব্যক্তি সংশোধনের সুযোগ পান। অনিয়ম, দুর্নীতি ও সমস্যা নিয়ে প্রতিবেদনের পাশাপাশি ইতিবাচক খবর বেশি প্রকাশের অনুরোধ জানান তিনি। বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করে তিনি প্রথম আলো ও বন্ধুসভাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ছুটি ভাটবাউর ও ভাটবাউর- এ দুটি গ্রামের প্রি-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ৮০টি শিশুর মধ্যে খাতা ও কলম বিতরণ করা হয়। শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের চোখেমুখে হাসির ঝিলিক ফুটে উঠে। অনুষ্ঠানে শিশুদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top