সুদমুক্ত ঋণের প্রলোভনে ঢাকায় সমাবেশ, মানিকগঞ্জে ধরা দুই প্রতারক

এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ থেকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন দবির উদ্দিন ও নাছিমা নামের দুজন ব্যক্তি। এই প্রলোভনে বিভ্রান্ত হয়ে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের জরিনা কলেজ এলাকা থেকে চারটি মিনিবাসে লোকজন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

জানা গেছে, ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে একটি দাবির ভিত্তিতে ঢাকার শাহবাগে আয়োজিত সমাবেশে অংশ নিতে এই লোকজনকে সংগঠিত করা হয়। আয়োজনটি করে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন। দাবি করা হয়, এতে অংশ নিলে বিনা জামানতে সুদমুক্ত ঋণ পাওয়া যাবে।

রাহেলা নামের এক নারী জানান, দবির উদ্দিন তাদের বলেছিলেন যে ড. ইউনূস গরিব মানুষের জন্য এক বছরের সুদমুক্ত ঋণের ব্যবস্থা করেছেন। এ কারণেই তারা গাড়ি ভাড়া বাবদ ২৫০ টাকা দিয়ে ঢাকায় যান। কিন্তু ঢাকায় গিয়ে তারা সংঘর্ষ ও বিশৃঙ্খলার সম্মুখীন হন।

মহেলা নামের আরেক নারী বলেন, “আমরা তো কিস্তি নেওয়ার জন্য গেছি। ঢাকায় গিয়ে দেখি মারামারি। আমাদের বিভ্রান্ত করে ঢাকায় নেওয়া হয়েছে।”

সমেজ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ঢাকায় গিয়ে তিনি শারীরিক নির্যাতনের শিকার হন। “আমাকে কোমরে এবং শরীরের বিভিন্ন জায়গায় মেরে অসুস্থ করে দিয়েছে,” বলেন তিনি।

দবির উদ্দিনের বক্তব্য অনুযায়ী, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি বলেন, “আমি কৃষিকাজ করি, আমাকে এক নারীর কথামতো কাজ করতে হয়েছে।” নাছিমা নামের ওই নারী জানান, তিনি জীবন বীমা করপোরেশনে কাজ করেন এবং গারাদিয়া গ্রামের এক মহিলার কাছ থেকে এই তথ্য পেয়েছেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মো. বশির আহমেদ জানান, দবির উদ্দিন ও নাছিমাকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, সিংগাইর থানায় আরও দুইজনকে আটক করা হয়েছে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top