মানিকগঞ্জের সিংগাইর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে সিংগাইর উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধনের আয়োজন করে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামিক দল।
বাংলাদেশ খেলাফত মজলিস সিংগাইর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা দ্বীন মোহাম্মদ জায়গীরের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহবায়ক রমজান মাহমুদের সঞ্চালনায় সিংগাইর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ ফারুকী, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন কাসেমী, মাওলানা সোলাইমান, মাওলানা মামুনুল হক প্রমূখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর একজন মানবতাবাদী লোক ছিলেন। তিনি ভূমিদস্যু, মাদক কারবারী ও চাঁদাবাজদের আতঙ্ক ছিলেন এবং বিনোদনের নামে বেহায়াপনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার হুংকারে দরবার পূজারী, মাজার পূজারী ও ভন্ড পীরদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে গেছে।
বক্তারা আরো বলেন, ওসি জাহিদুল ইসলাম থাকাকালীন থানা দালাল মুক্ত হয়েছিল। তিনি থানায় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের সেবা নিশ্চিত করেছিলেন। আর ৫ আগষ্টের আগের আওয়ামী পন্থী কোন দালাল সুবিধাভোগ করতে পারছিলনা। তাই তারা ষড়যন্ত্র করে মিথ্যা সংবাদ প্রচার করে ওসি জাহিদুল ইসলামের বিরুদ্ধে।
সম্প্রতি সিংগাইর থানার ওসিসহ কয়েকজন এসআইয়ের ঘুষ বাণিজ্য নিয়ে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ওসিকে প্রত্যাহার করে মানিকগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করা হয়।