বাংলাদেশের কৃষক জনগোষ্ঠীকে আরও শক্তিশালী এবং সংগঠিত করতে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ। এই মহৎ উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নে অনুষ্ঠিত হয় কৃষক সমাবেশ।
ইউনিয়ন কৃষকদলের আয়োজনে সমাবেশে জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন মামুন, মাসুদুর রহমান মাসুদ, আব্দুল বারেক, সহ-সম্পাদক সুজন মাহমুদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তারা কৃষকদের অধিকার ও উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এসময় জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ বলেন, “আমরা এই সমাবেশের মাধ্যমে কৃষকদের অধিকার আদায়, কৃষি উন্নয়ন ও কৃষকদের উন্নতির জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে কাজ করছি। আমাদের একক প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার পাবেন।”
সমাবেশে দু:স্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়।