মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিষধর সাপের কামড়ে স্বপ্না আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে। স্বপ্না আক্তার ওই গ্রামের মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
গৃহবধুর স্বামী হেলাল মিয়া জানান, প্রতিদিনের মতো সকালে রান্নার জন্য মাচা থেকে শুকনো জ্বালানি আনতে গেলে একটি বিষধর সাপ তাকে দংশন করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। দড়ি দিয়ে পায়ে বাঁধা অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, তবে পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য রমজান আলী বলেন, মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। বর্তমানে সাপের উপদ্রব বেড়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেন, সাপে কাটা রোগীদের জন্য আমাদের উপজেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। তাই দেরি না করে দ্রুত রোগীকে হাসপাতালে আনতে হবে। ওঝা বা অপচিকিৎসার দিকে না গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই একমাত্র উপায়।
সবখবর/ নিউজ ডেস্ক