মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “মুরগির মতো গরু, মহিষ, ছাগল, ভেড়া কিংবা হাঁস—সব ক্ষেত্রেই দেশি জাতের মাংসের প্রতি মানুষের আগ্রহ বেশি। কিন্তু অধিক দাম হওয়ায় অনেকেই তা কিনতে পারছেন না। তাই প্রাণীজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা ও দেশি জাত সংরক্ষণে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নয়ন কার্যক্রম জোরদার করছে।”
তিনি আরও বলেন, “দেশীয় পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি যুক্ত করে আগামী দিনে শিবালয়সহ সারাদেশের খামারিদের আরও উদ্বুদ্ধ করা হবে।”
শিবালয় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাহাবুব রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তফাদার, উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানসহ বিভিন্ন অতিথিবৃন্দ।
এসময় উপজেলার শতাধিক নারী–পুরুষ খামারি অংশ নেন। পাশাপাশি ১৫টিরও বেশি স্টলে স্থানীয় খামারিদের পালিত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ নানা প্রজাতির পশুপাখি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের হাতে নগদ অর্থ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

