মানিকগঞ্জের শিবালয়ে উলাইল-মানিকনগর-কোনাবাড়ি (উমাকো) সোনালী সংঘের বর্ষীয়ান কৃতি ফুটবলারদের প্রীতি ম্যাচ ও আন্ত:শ্রেণি ফুটবল ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রমথ চন্দ্র বিদ্যাতয়নের উদ্যোগে উ.মা.কো সোনালী সংঘের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল চন্দ্র বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ডিভিশন গ্রিড মেইনটেনেন্সের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: গিয়াস মাহমুদ।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল চন্দ্র বসু বলেন, প্রমথ চন্দ্র বিদ্যাতয়নের পক্ষ হতে উ.মা.কো. সোনালী সংঘের বর্ষীয়ান কৃতি ফুটবলারদের প্রীতি ম্যাচ ও আন্ত:শ্রেণি ফুটবল ফাইনাল টুর্ণামেন্টের মাধ্যমে একে অপরের মাঝে সম্প্রতির মেলবন্ধন সৃষ্টি করাই এর মূল লক্ষ্য।
মানিকগঞ্জ ডিভিশন গ্রিড মেইনটেনেন্সের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো: গিয়াস মাহমুদ বলেন, এখানে পঞ্চাশার্ধ বয়সের কৃতি ফুটবলারদের অংশগ্রহন, দর্শকদের খেলায় অনুপ্রানিত করবে। আর খেলায় অনুপ্রানিত হয়ে যুবক সমাজ মাদক থেকে দূরে থাকবে।
প্রীতি ম্যাচের খেলায় সবুজ দল ও হলুদ দল অংশগ্রহন করে। এতে সবুজ দল হলুদ দলকে ২-১ গোলে পরাজিত করে। এবং আন্ত:শ্রেণি ফুটবল ফাইনাল টুর্ণামেন্টে বালক ৯ম শেণী ১০ম শ্রেণীকে ও বালিকা ৮ম শ্রেণী ৯ম শ্রেণীকে পরাজিত করে। পরে বিজিত ও পরাজিত দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়।
সবখবর/ নিউজ ডেস্ক