শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার পুনর্মিলনী

রাজীব হাসান, ধামরাই

ধামরাইয়ের কৃতি সন্তান বিচারপতি ব্যারিস্টার ইউসুফ আব্দুল্লাহ সুমনের উপস্থিতিতে ইসলামিয়া কামিল মাদ্রাসায় ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর, ধামরাই সদর ইউনিয়নের শরিফবাগ এলাকায় অবস্থিত মাদ্রাসার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা ব্যক্তিত্বরা।

এই বিশেষ অনুষ্ঠানে বিচারপতি ব্যারিস্টার ইউসুফ আব্দুল্লাহ সুমন এবং সাবেক সচিব আব্দুস সবুর সহ আরও অনেক গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মামনুন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাহিদুল ইসলাম।

এদের সকলেই ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিলেন এবং তাঁদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আলোকিত করেছে। এই পুনর্মিলনী অনুষ্ঠানটি কৃতজ্ঞতা ও ভালবাসায় পরিপূর্ণ ছিল, যা মাদ্রাসার ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থাকবে।

এই ধরনের আয়োজন প্রমাণ করে যে, শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞানচর্চার স্থান নয়, বরং তা সম্পর্ক ও ঐতিহ্য গড়ার ক্ষেত্রও।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top