পৃথিবীর সাত আশ্চর্যের একটি মাচু পিচু। পেরুর আন্দিজ পর্বতের মাথায় সুনিপুণভাবে তৈরি ইনকাদের এ শহর দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক পাড়ি দেন। যদিও মাচু পিচু আবিষ্কারের একশ বছর পর জানা যাচ্ছে, নামটাই ভুল। ইনকারা এ শহরকে ডাকতাে ‘হুয়ানা-পিচু’ নামে। বের ১৪২০ সাল নাগাদ ইনকাদের বাস ছিল।
ইনকা সাম্রাজ্যের রাজধানী ছিল ফিরে কুজকো। সেখানেই বাস করত রাজপরিবার। পরবর্তী সময়ে ইনকা সাম্রাজ্যের দখল নেয় স্প্যানিয়ার্ডরা। পরাজিত ইনকারা ক্রমশ হারিয়ে যায়। একা পড়ে থাকে তাদের হুয়ানা পিচু। ক্রমশ অজানার ভিড়ে হারিয়ে যায় এ শহরও।
১৯১১ সালে এ শহর আবিষ্কার করেন হিরাম বিংহাম। তিনিই নাম দেন মাচু পিচু। বিংহামের গাইড ছিলেন মেলচোর আর্তেগা। পেশায় স্থানীয় চাষি। আর্তেগার কথার ভিত্তিতেই ঐ নাম রেখেছিলেন বিংহাম। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের নৃতবিদ্যার অধ্যাপক ব্রায়ান বাওয়ারের ধারণা, এখানেই ভুল হয়ে যায় বিংহামের।
আরো পড়ুন: আরবিতে ৩৫৪ দিনে বছর কেন?
নতুন গবেষণায় কিছু তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তাতে ধরা পড়েছে শহরের আসল নাম আলাদা।
এ গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের ইতিহাসবিদ ডােনাটো আমাডগোঞ্জালেস। তিনিও স্বাধীন ভাবে মাচু পিচু নিয়ে গবেষণা করেন। দু’জনের তথ্য মিলিয়ে দেখেন ঠিকই, এ শহরের ঞব নাম ‘হুয়ানা-পিচু। পেরুর আদি ভাষা কেচুয়া’-তে হুয়ানা শব্দের অর্থ নতুন বা তরুণ। পিচুর অর্থ পর্বতশৃঙ্গ।
মাচু শব্দের অর্থ প্রাচীন। অর্থাৎ এ শহরকে এতদিন বলা হতাে প্রাচীন পর্বতশৃঙ্গ। কিন্তু এটি আসলে নতুন পর্বতশৃঙ্গ।
সবখবর/ নিউজ ডেস্ক