মানিকগঞ্জে কালীগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে যুবদল নেতার বালু উত্তোলন বন্ধের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা ১১ টার দিকে পৌর শহরের কালীগঙ্গা নদীর পাড়ে আন্ধারমানিক গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেউথা, আন্ধারমানিক, জয়নগর ও পৌলী গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সবুর হোসেনের নেতৃত্বে প্রতিদিন কালীগঙ্গা নদী থেকে ড্রেজার দিয়ে বালু লুট করা হচ্ছে। গত ১৫ দিন ধরে আন্ধারমানিক এলাকা থেকে অবৈধভাবে বালু তোলার ফলে কালীগঙ্গায় ভাঙন দেখা দিয়েছে। এতে নদীর তীরবর্তী চারটি গ্রামের ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে আরো শতশত বিঘা ফসলি জমি।
বক্তারা আরো বলেন, বালু উত্তোলনে বাধা দিলে উল্টো সবুর সকলকে মারধরের হুমকি দেয়। বিএনপির প্রভাব খাটিয়ে সে এই কাজ করছে। বালু উত্তোলন বন্ধের জন্য জেলা প্রশাসককে একাধিকবার স্মারকলিপি দিয়েও কোন সুফল পাওয়া যায়নি। তাই তারা সরকারের উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে অভিযুক্ত যুবদল নেতা বলেন, বিগত সরকারের আমলে অনেক মামলা, হামলা, নির্যাতনের স্বীকার হয়েছি। তাই মাটির ব্যবসা করে দলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা এখন চলছি। তবে, বালু উত্তোলনের বিষয়ে বর্তমানে তাদের কোন বৈধ কাগজপত্র নেই তিনি আরো জানান।
অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।