মোটরসাইকেল চোরকে পুলিশ দিল জনতা

মানিকগঞ্জ আদালত চত্বর থেকে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আটক যুবকের নাম মো. মুন্না ফরাজী (২৫)। তিনি শিবালয় উপজেলার ছোট ধুতরাবাড়ী এলাকার মৃত মোতাহার ফরাজীর ছেলে।

পুলিশ জানায়, আদালত চত্বর থেকে মোটরসাইকেল চুরি করে পালানোর চেষ্টা করছিল মুন্না ফরাজী। এ সময় উপস্থিত লোকজন তাকে ধাওয়া করে আটক করে ফেলে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘মোটরসাইকেল চুরি করে পালানোর সময় এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে উপস্থিত লোকজন। তার সাথে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন
Scroll to Top