মানিকগঞ্জ জেলা আ‘লীগ সভাপতি গোলাম মহীউদ্দীন কারাগারে

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি মানিকগঞ্জ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন।

আদালত সূত্রে জানা গেছে, গোলাম মহীউদ্দীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ মোট চারটি মামলায় এতদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। আজ সকালে তিনি জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top