মানিকগঞ্জে হরিশংকর জলদাসের সংবর্ধনা

মানিকগঞ্জে হরিশংকর জলদাসের সংবর্ধনা

মানিকগঞ্জের জেলেজীবন, জেলেপল্লী দেখতে সস্ত্রীক মানিকগঞ্জে এসেছিলেন সমুদ্রপাড়ের জেলে পরিবারের সন্তান, কথাসাহিত্যিক, গবেষক, শিক্ষক, ড. হরিশংকর জলদাস। শৈশবে যিনি নিজেও জেলেজীবনের লড়াই-সংগ্রাম, দারিদ্র্যের মধ্য দিয়ে তাঁর জীবন শুরু করেছিলেন।

দারিদ্র্যক্লিষ্ট প্রান্তিক পরিবারে জন্ম নেয়া এই মানুষটি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পদক এবং সম্মানে উজ্জ্বল, বরেণ্য।

গত শনিবার তাঁকে মানিকগঞ্জ লেখক সংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অধ্যক্ষ আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গবেষক ও শিক্ষক ড. মহিউদ্দীন জাহাঙ্গীর।

আরো পড়ুন: ৩৩৫ কোটি টাকার জুতা

এসময় প্রফেসর উর্মিলা রায়, মো. মোশাররফ হোসেন, সাংবাদিক অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু, ইকবাল হোসেন কচি, এবং লাইব্রেরিয়ান শেখ রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া বক্তব্যে হরিশংকর জলদাস সমুদ্রপাড়ে তাঁর নিজের এবং পূর্বপুরুষদের জেলেজীবনের দারিদ্র্য, বর্ণবৈষম্য, জাতপাতের যাতাকলে পিষ্ঠ ব্যক্তিগত এবং জেলে সম্প্রদায়ের বঞ্চনার মর্মস্পর্শী চিত্র তুলে ধরেন। তিনি তুলে ধরেন, কিভাবে একটি জেলে পরিবার থেকে তিনি উঠে আসেন, এবং তার অদম্য সংগ্রামী জীবনের উপাখ্যান।

দুদিনের মানিকগঞ্জ সফরে তাঁর সাথে ছিলেন সহধর্মিণী সুনিতা জলদাস। তাঁরা মানিকগঞ্জের ঘিওর, শিবালয়, সিংগাইরসহ বেশ কয়েকটি জেলে পল্লীতে সময় কাটান।

মানিকগঞ্জে তাঁর এই সফর, সংবর্ধনা অনুষ্ঠানসহ যাবতীয় বিষয় সমন্বয় করেন ড. মহিউদ্দীন জাহাঙ্গীর।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top