মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুট, আহত এক

মানিকগঞ্জ স্বর্ণকারপট্টিতে অভি অলঙ্কার নামে একটি স্বর্ণের দোকাকের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে।

গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা ওই দোকান থেকে ২০/২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

এসময় তাদের হামলায় দোকানের মালিক শুভ দাস ছুরিকাঘাতে আহত হন। আহত শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। তাকে আহত অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২ টার দিকে শুভ তার দোকানে কাজ করছিল। এসময় দুইজন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে ছুরিকাঘাত করে ২০/২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শুভকে হাসপাতালে ভর্তি করে।

এদিকে বেলা ১১ টার দিকে ঘটনার সাথে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে সকল দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করে স্বর্ণ ব্যবসায়িরা।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top