মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল।

আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে জেলা শ্রমিক দলের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন জেলা ও উপজেলা পর্যায়ের শ্রমিক দলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটনসহ জেলা-উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করছে। এ ধরনের আচরণ দেশের গণতন্ত্রবিরোধী চক্রান্তের অংশ।

নেতারা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top