বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের মানিকগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলির সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তার পদ স্থগিত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাহা মাহমুদা পলির বিরুদ্ধে জমি দখল, বালুমহাল দখল, মাদক ব্যবসা ও প্রতিবেশীর উপর নির্যাতনের মতো নানা অভিযোগ উঠেছে।
জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানান, এসব অভিযোগের কারণে দলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, যা কেন্দ্রীয় নেতৃত্বকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
এ বিষয়ে রাহা মাহমুদা পলির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।