মানিকগঞ্জে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

মানিকগঞ্জে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. বশির আহমেদ এবং সিভিল সার্জন ডা. মো. মোকছেদুল মোমিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম সুজন, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই দুদিনব্যাপী টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক টেলিগ্রাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ পৌরসভা ও দৌলতপুর উপজেলার খেলোয়াড়রা।

ফাইনাল খেলা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সবখবর/ নিউজ ডেস্ক

নিউজটি শেয়ার করুন
Scroll to Top