মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। আমরা নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক এই হামলার নিন্দা জানাই। আইনী লড়াইয়ের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আমরা আদালতে যাব। কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে পরামর্শ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বেলা তিনটার দিকে সদর উপজেলার গিলন্ড এলাকায় অবস্থিত মুন্নু সিটিতে বিএনপির ওপর পুলিশের হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন: দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছ: খাদ্য সচিব
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন খান, যুগ্ম সম্পাদক নুরতাজ আলম বাহার, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বেলা ১১ টার দিকে শহরের খালপাড় এলাকায় পুলিশের সাথে বিএনপির সংর্ঘষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফসহ ১০ জন আহত হন।
সবখবর/ নিউজ ডেস্ক