জুলাই-আগস্ট মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মানিকগঞ্জে মৌন মিছিল করেছে জেলা বিএনপি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শুক্রবার (১৮ জুলাই) বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। কোনো রকম স্লোগান না দিয়ে নেতাকর্মীরা নীরবভাবে রাস্তায় হেঁটে শ্রদ্ধা জানান ঐতিহাসিক আন্দোলনের শহীদদের প্রতি।
মিছিলে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীরা জানান, শহীদদের আত্মত্যাগ স্মরণে এই মৌন মিছিল আয়োজন করা হয়েছে, যাতে বর্তমান প্রজন্ম গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন হয়।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিএনপি একই দিনে মৌন মিছিলসহ নানা আয়োজনে শহীদদের স্মরণ করছে।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাইদ, নাসির উদ্দিন আহমেদ যাদু, আব্দুস সালাম বাদল, আলী আশরাফ, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু প্রমুখ।
নেতারা বলেন, দেশের জনগণের অধিকার আদায়ে যেসব শহীদ নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের স্মরণ করা এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হওয়াই আজকের মিছিলের মূল লক্ষ্য।