মানিকগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর খাবার নিয়ে গেল পুলিশ

আসাদ জামান

মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের রান্না করা খাবার পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে মফিজুল ইসলাম খান কামাল লেখেন—

“১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস-২০২৫’ নৈতিক দায়িত্ব থেকে আমি এ দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছেন!!!!!!!
সকালে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা ——– ইতিহাস!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!”

মফিজুল ইসলাম জানান, সকালে তার বাসভবনে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুপুরে কাঙালি ভোজের জন্য খিচুড়ি রান্না চলছিল। এ সময় পুলিশ এসে রান্না বন্ধ করতে বলেন। তার অনুরোধে রান্না সম্পন্ন হলেও, পরে সেই খাবার পুলিশ নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, “বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পদ নন—তিনি পুরো জাতির নেতা। তার শাহাদাত বার্ষিকী পালন নিষিদ্ধ—এমন কোনো সরকারি নির্দেশনা নেই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার এ আয়োজন করার অধিকার রয়েছে।”

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, “বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে খিচুড়ি রান্না করা হচ্ছিল। এ কারণে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। রান্না করা খাবার বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।”

প্রসঙ্গত, মফিজুল ইসলাম খান কামাল ছিলেন তৎকালীন ঢাকা-৩ (বর্তমান মানিকগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য। ১৯৮১ থেকে ১৯৯২ সাল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে নির্বাহী সভাপতির দায়িত্ব নেন। বর্তমানে তিনি দলের একটি বিভক্ত অংশের সভাপতি। এছাড়া তিনি মানিকগঞ্জ মহিলা কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top