মানিকগঞ্জ পৌর এলাকার খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদ মোল্লার বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তদন্ত করতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেছেন, “মজিদ মোল্লার বিরুদ্ধে উঠা অভিযোগ সম্পর্কে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি তুলে আজ বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন শিক্ষার্থীরা। মিছিলে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও। পরিস্থিতি কিছুটা উত্তেজিত হলে পুলিশ এসে শিক্ষার্থীদের শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০১২ সালে মজিদ মোল্লা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকেই বিদ্যালয়ে নানা ধরনের দুর্নীতি শুরু হয়। তাদের অভিযোগ, মজিদ মোল্লা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প, শিক্ষক নিয়োগ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের দুর্নীতি করেছেন। তার এই দুর্নীতির মাধ্যমে তিনি বিলাসবহুল সাততলা ভবন এবং বেশ কয়েকটি প্রপার্টি অর্জন করেছেন।
এ বিষয়ে শিক্ষকদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অধিদপ্তরের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
এদিকে, প্রধান শিক্ষক মোহাম্মদ মজিদ মোল্লার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।