পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মানবিক কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে শহরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শতাধিক দুস্থ ও অসহায়দের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রত্যেককে চাল, ডাল, চিনি, পিয়াজ, আলু, মুড়ি, চিরা ও লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ন আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা যুবলীগের সদস্য মনিরুল ইসলাম খান মনি, সৌমিত্র সরকার মনা, সুবল সাহা, যুবলীগ নেতা ওরম ফারুক, পৌর যুবলীগ নেতা তানভির ফয়সাল রাহি, রেজাউল শামীম, রাফাত রুবেল প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে তারা বলেন, যুবলীগের খাদ্যসামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছি। তারা আমাদের করুণ অবস্থা দেখে পাশে দাড়িঁয়েছে এতে আমরা শুকরিয়া আদায় করছি। এর আগের বছর রোজায় ও করোনার সময়ও তারা আমাদের ত্রাণ দিয়েছেন।
জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি বলেন, জেলা যুবলীগের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। এই রমজান মাসে কেন্দ্রীয় যুবলীগের মানবিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ একশত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, আমরা মানিকগঞ্জ জেলা যুবলীগ করোনা, বন্যাসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা চেষ্টা করি সমাজের নিম্ন আয়ের মানুষ যাতে কষ্টে না থাকে। আমাদের এমন মানবিক কার্যক্রম ২৭ রোজা পর্যন্ত অব্যাহত থাকবে।
সবখবর/ নিউজ ডেস্ক