মানিকগঞ্জে শুরু হয়েছে জেলা ফুটবল একাডেমি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট, যা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উদ্দীপনা জাগিয়েছে। শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার ১৭টি ফুটবল একাডেমি অংশ নিচ্ছে। টুর্নামেন্টের লক্ষ্য মাঠ পর্যায় থেকে জাতীয় দলে খেলার মতো প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা।
শুক্রবার বিকেলে পায়রা উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন মুন্নু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ সামিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। সভাপতিত্ব করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, ক্রীড়া সংগঠক গোলাম কিবরিয়া সাঈদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোশারফ হোসেন বাদলসহ অনেকে। দীর্ঘ সাড়ে তিন মাস পর স্টেডিয়ামে ফুটবলের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় খোকন ফুটবল একাডেমি ও তেওতা ফুটবল একাডেমি। তবে উত্তেজনাপূর্ণ খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “এই আয়োজন শুধু খেলার জন্য নয়, তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এ আয়োজন মানিকগঞ্জের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে এবং ভবিষ্যতে ফুটবল চর্চার প্রসার ঘটাবে বলে আয়োজকরা আশাবাদী।
সবখবর/ নিউজ ডেস্ক