মানিকগঞ্জে জাসাসের কর্মী সমাবেশ

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানিকগঞ্জ সদর উপজেলার উদ্যোগে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহি জান্নাকান্দি এলাকায় এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে আয়োজিত এ সভার উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম পায়েল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. গোলাম আবেদীন কায়সার। সভার সঞ্চালনা করেন মানিকগঞ্জ সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

বক্তারা বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে দেশের জনগণ নির্যাতন, দমন-পীড়নের শিকার হয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে জাসাসকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপিসহ অঙ্গসংগঠনের সহযোগিতায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অবদান রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, আইন বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইমরান আরেফিন সানি, যুগ্ম আহ্বায়ক জিয়ায়ুল হক শাওনসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top