মানিকগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

বুধবার (২২ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন ও বিআরটিএ, মানিকগঞ্জ সার্কেল। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান। এসময় বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ‍উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর জোর দেন তারা।

আলোচনা সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top