মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে মানিকগঞ্জ শহরের মানোরা চক্ষু হাসপাতাল থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এলাকায় ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জানুয়ারি ২০২৫ তারিখে মানিকগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর- ০৫)। এই মামলায় গ্রেফতার হন জাহিদুল ইসলাম খোকন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন
Scroll to Top