মানিকগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থী অপহরণ

মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রীতি ভৌমিক (১৪) নামের ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় সুমন মিয়া (১৯) নামের এক বখাটে যুবক।

ঘটনার পর প্রীতির মা মানিকগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রীতির বাবা মনোরঞ্জন ভৌমিক জানান, তাঁর মেয়ে স্থানীয় মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে এবং ওই বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারের কাছে প্রাইভেট পড়তো। বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায়ই মিতরা গ্রামের শাহীন মিয়ার ছেলে সুমন মিয়া তাকে উত্ত্যক্ত করতো। এ বিষয়ে স্থানীয়ভাবে সুমনকে সতর্কও করা হয়েছিল।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে প্রীতি প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে মিতরা ব্রিজের কাছে তাকে একা পেয়ে সুমন ও তার সহযোগীরা জোরপূর্বক একটি সিএনজি চালিত অটোরিকশায় করে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর প্রীতির পরিবার সুমনের বাড়িতে গিয়ে তার মা জোহুরা বেগম ও দাদা চান মিয়াকে বিষয়টি জানালেও তাঁরা কোনো ধরনের সহযোগিতা করেননি। পরবর্তীতে বৃহস্পতিবার রাতেই প্রীতির মা দীপালী রানী ভৌমিক মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অপহরণের ২৪ ঘণ্টা পার হলেও এখনো শিক্ষার্থীটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, “মিতরা গ্রামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী অপহরণের অভিযোগ পেয়েছি। পুলিশ তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

নিউজটি শেয়ার করুন
Scroll to Top