করোনাকালে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩ পেয়েছেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর জেলা কর্মকর্তা ও রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা পেজের পরিচালক অরুন কুমার শীল।
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকার সেগুন বাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়নে তাকে এই পদক দেয়া হয়।
মাদার তেরেসা রিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ও সাউথ এশিয়া বিজনেস পার্টনারশীপ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম এ পুরস্কার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ব্যারিষ্টার জাকির আহমেদসহ বিভিন্ন গুনী বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, দেশের সর্বপ্রাচীন মা ও শিশু স্বাস্থ্যসেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) জেলা কর্মকর্তা অরুন শীল করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসচেতনতার ওপর কাজ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদি পুরুষের বসতভিটা উদ্ধারে গুরুত্বপূর্ন ভূমিকা পালনের জন্য তাকে এ পুরস্কারে মনোনীত করা হয়।
সবখবর/ নিউজ ডেস্ক