মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গোলচত্ত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনসাধারণ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রবেশপথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কের দীর্ঘ অংশজুড়ে থাকা রোড ডিভাইডারের কারণে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও পরিবহণ চালকেরা। দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বাড়ছে। তাই দ্রুত ডিভাইডার অপসারণ করে গোলচত্ত্বর নির্মাণের দাবি জানান তারা।