মানিকগঞ্জের সিংগাইরে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ‘মায়ের মেলা’। ফোক সম্রাজ্ঞী কন্ঠশিল্পী মমতাজ বেগম এমপির প্রয়াত মা উজালা বেগমের স্মরণে এ মেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মমতাজ বেগমের গ্রামের বাড়ি সিংগাইরের জয়মন্টপ বাউল কমপ্লেক্সের মধুমঞ্চে মেলার উদ্বোধন করেন মমতাজ নিজেই।
এতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি শহীদ, সিংগাইর ও হরিরামপুর উপজেলার চেয়ারম্যান সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।
আরো পড়ুন: মানিকগঞ্জে পুলিশ সুপারের পূজা মন্ডপ পরিদর্শন
মেলা উদ্বোধনকালে মায়ের স্মরণে গান পরিবেশন করেন মমতাজ বেগম। এছাড়াও বাউল শিল্পী লতিফ সরকার, কাজল দেওয়ান, রুমা সরকার, বাবলি সরকারসহ দেশের বিখ্যাত শিল্পীরা গান পরিবেশ করেন।
মেলা উপলক্ষে মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম বলেন, মা উজালা বেগমকে স্মরণে রেখেই এ মেলার আয়োজন । মেলায় দেশের বিভিন্ন বাউল শিল্পীরা সংগীত পরিবেশ করবেন। মেলাকে স্বার্থক করতে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
গান শুনতে সিংগাইরসহ জেলার বিভিন্নস্থান থেকে হাজারো দর্শক মেলায় সমবেত হন।
গত বছরের এই দিনে মমতাজ বেগমের মা উজালা বেগম মৃত্যুবরণ করেন।
সবখবর/ নিউজ ডেস্ক