শুল্ককর প্রত্যাহার করার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত ১৭ দিনে ভারত থেকে এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। ২০২২ সালের নভেম্বরে আমদানি বন্ধ হওয়ার পর, ১৭ নভেম্বর থেকে আবার চাল আমদানির প্রক্রিয়া শুরু হয়।
এ পর্যন্ত তিনটি প্রতিষ্ঠান—মাহবুবুল আলম ফুড প্রডাক্ট, অর্ক ট্রেডিং এবং সর্দার এন্টারপ্রাইজ—বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পর্যন্ত ৪৯ ট্রাকে এক হাজার ৬৫৫ মেট্রিক টন চাল এসেছে।
আরো পড়ুন: কাট-কপি-পেস্ট
খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। তবে, আমদানির সময় সীমাবদ্ধ থাকায় ব্যবসায়ীরা সময় বৃদ্ধি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন।
ভারত সরকার ২০২৩ সালের জুলাইয়ে সিদ্ধ ও আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করলেও, শুল্ককর প্রত্যাহার হওয়ার পর আবার আমদানি শুরু হয়েছে।
সবখবর/ নিউজ ডেস্ক